অনলাইন মার্কেটিং আলটিমেড গাইড

 অনলাইন মার্কেটিং আলটিমেড গাইড

আপনি যে ব্যবসা করুন না কেন।আপনার করতে হবে সে পন্যের মার্কেটিং।আপনি অনলাইনে ব্যবসা করলে আপনাকে অনলাইনে মার্কেটিং করতে হবে।অনলাইনে মার্কেটিং যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ নয়।আপনি সাধারন একটি ব্যবসার জন্য যে রকম পরিশ্রম দিবেন ঠিক অনলাইন ব্যবসার ক্ষেত্রেও সমান পরিশ্রম করতে হবে বা তার চেয়ে বেশি।

কারন অনলাইনের ব্যবসার ক্ষেত্রে মানুষের বিশ্বাস অর্জন করা অনেকটা কঠিন।কি মনে হচ্ছে কি ব্যাপার সব কিছুতে এত কঠিন শব্দ কেন উচ্চারন করছে!কঠিন বলার অর্থ হল আপনি যেন ব্যবসা করার আগে ভালো করে জেনে নিয়ে ব্যবসা করেন এবং অনলাইন ব্যবসা সম্পর্কে আপনার একটা ধারনা হয়।তাহলে চলুন আজ জেনে নেই অনলাইন ব্যবসার মার্কেটিং কিভাবে করবেন।

আপনার ব্র্যান্ডের নাম ঠিক করুন

যেকোন ব্যবসার শুরুতে আপনার ব্র্যান্ডের নাম খুব জরুরি একটি বিষয়।যা আপনার ব্যবসাকে সবার সামনে পরিচিত করবে এবং মানুষ আপনার পন্যের নাম দিয়ে আপনার ব্যবসাকে চিনবে।তাই আপনি ভালো কিছু নাম আপনার লিস্টে লিখে রাখুন।সব সময় মনে রাখবেন আপনার পন্যের নাম আপনার পন্যের সাথে মিল থাকতে হবে,যেন ব্র্যান্ডের নামটি অর্থবহ হয় এবং আকর্ষনীয় হয়।একজন ক্রেতা যেন আপনার ব্র্যান্ডের নামের কারনে আগ্রহী হয় আপনার পন্য কিনতে।


বাজার গবেষণা করুন

ব্যবসার জন্য আপনার বাজার যাছাই করা উচিত।বিশেষ করে অনলাইনের বাজার গুলো সম্পর্কে আপনার জানা উচিত।প্রতিটা অনলাইন মার্কেটিং করছে কিভাবে এবং কি ভাবে বা কোন কৌশলে বিক্রি করছে তা আপনাকে যাছাই করতে হবে।আপনার পণ্যগুলোর জন্য অনুসন্ধান করুন এবং নকশা, উপকরণ,এবং মূল্য পয়েন্ট করে নোট করুন।আপনার দাম সেট করুন।উপকরণ খরচ বিবেচনা করুন,এটি তৈরি করতে আপনাকে কত সময় দিতে হবে এবং আপনার প্রতিযোগীদের কী চার্জ হচ্ছে তা বিবেচনা করুন।

আপনার মূল্য আপনার গ্রাহকের জন্য ন্যায্য।আপনি বিক্রি করার সময় একটি বিষয় মাথায় রাখবেন খুব সস্তা কিছু বিক্রি করবেন না।এতে মানের ঘাড়তি থাকে।খুব সস্তা পন্য মান খারাপ হয় এবং আপনার কাছ থেকে কিনতে চাইবে না কেউ।অবশ্যই, যখন আপনি আপনার পন্য যখন বিক্রি করবেন তখন সস্তা দাম রাখতেই পারেন এতে পন্য বিক্রি হয় প্রচুর।

পরিবহনের খরচ

অনলাইন মার্কেটিং এর আরও একটি চমক হলো পরিবহন খরচ।বেশির ভাগ সময় কাস্টোমার পরিবহন খরচ দিতে চায় না এবং প্রায় সময় চায় কোন উপলক্ষতে পরিবহন খরচ ফ্রি করে দেওয়া হক।আর এই কৌশলটি আপনি কাজে লাগাতে পারেন আপনার অনলাইন ব্যবসার ক্ষেত্রে।বিভিন্ন উৎসব উপলক্ষে যদি আপনি পরিবহন খরচ যাকে আমরা শিপিং চার্জ বা ডেলিভারি চার্জ বলি,তা যদি ফ্রি করা হয় তাহলে বিক্রি বেশি হয় এবং কাস্টোমার জেনে গেল যে এই ব্র্যান্ড যেকোন উৎসব উপলক্ষ্যে শিপিং চার্জ ফ্রি ব্যবস্থা করে।ফলে সব সময় এই ব্র্যান্ডের থেকে পন্য নেওয়া যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম

অনলাইনের ব্যবসা সাধারনত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হয়ে থাকে।সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেনীর মানুষ আছে।তাদের পছন্দসই পন্য যদি আপনি আপনার ব্যবসায় নিয়ে আসেন তাহলে তারা আপনার পন্য কিনতে আগ্রহী হবে।আপনি যদি ব্লগের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন ব্যবসার জন্য সেক্ষেত্রেও আপনাকে পন্যের প্রচারের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে হবে।

সাধারন ব্যবসার ক্ষেত্রে যেমন মানুষের মাধ্যমে বা লিফলেটের মাধ্যমে প্রচার করা হয় তেমনি অনলাইন ব্যবসার প্রধান প্রচার মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম।ফেসবুক , পিন্টারিস্ট ,ইন্সটাগ্রাম , টুইটার ইত্যাদির মাধ্যমে আপনি ব্যবসার প্রচার করতে পারবেন।

এসইও

বর্তমান প্রযুক্তির যুগে এসইও সম্পর্কে কম বেশি সবাই জানে।আপনার যদি অনলাইন বিজনেসের জন্য ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে তা এসইও করতে হবে।এসইও করার ফলে আপনার সাইটটি র‍্যাংকিং এ আগে থাকবে এবং মানুষের কাছে আগে পৌঁছাবে।বলা যায় এক প্রকার প্রতিযোগীতা।এই প্রতিযোগীতায় যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনার ব্যবসা টিকে থাকবে এবং আপনি আয় করতে পারবেন।

অফার

একটি ব্যবসার জন্য অফার অনেকটা গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে অফার ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।আপনি আপনার নিউ কাস্টোমারের জন্য অফার দিতে পারেন আবার কন্টেস্ট বা গিভাওয়ে পদ্ধতি তৈরি করা হলে খুব দ্রুত পন্য বিক্রি হয়ে যায়।বিভিন্ন উৎসব উপলক্ষে এ ধরনের পদ্ধতি চালু করা হলে খুব সহজে মানুষের কাছে আপনার পন্য এর প্রচার হবে।

কিছু সতর্কতা
  • একটি ডোমেইন নাম নির্বাচন করার আগে অবশ্যই আপনার কোম্পানীর নাম বা ব্যবসার ব্র্যান্ডের নাম নির্বাচন করে নিন।কারন আপনার ব্র্যান্ডের নামের মাধ্যমে ডোমেইনের নাম ঠিক করা হবে।তাই আগে কোম্পানীর নাম নির্বাচন করুন।
  • কোন ব্যবসার আইডিয়া কপি করবেন না।নিজের আইডিয়া থেকে ব্যবসা করুন।অন্য কারো ব্যবসার নাম কপি করবেন না।নিজের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী নাম দিন ব্যবসার।যদি কারো নাম বা ব্যবসার আইডিয়া কপি করে থাকেন তাহলে অবশ্যই তাকে জানিয়ে করুন।নয়ত আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন।

অনলাইন এমন একটি জায়গা যেখানে সব ধরনের মানুষের বসবাস।তাই কোন কাজ করার আগে ভেবে চিনতে কাজ করুন কিছু কৌশল অবলম্বন করুন।অনলাইনে কিছু দেওয়ার আগে বা বলার আগে ভেবে চিনতে নিন,যাতে আপনি বা আপনার ব্র্যান্ড কোন সমস্যায় না পড়ে।

কারন অনেক সময় পন্যের বিবরন বা ব্যবসার কিছু কথা বলতে গিয়ে প্রায় সময় বিভিন্ন কোম্পানী সমস্যায় পড়ে যায়।সব সময় মনে রাখবেন আপনার কথার কারনে যেন কোন ব্যক্তি বা কোন কোম্পানীর মানহানীকর কিছু না ঘটে,আর যদি ঘটে বা আপনার কোন ভুল হয়ে থাকে তাহলে মাফ চেয়ে নিন।এতে ক্রেতা বা যারা আপনার ব্যবসাকে ফলো করা তারা খুশি থাকবে।

RedLive

Related post