মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট
ইমরানের ইউকেলেলের প্রতি কানেক্ট দ্যা ডটস’র ভালোবাসা !

বন্যা দূর্গতদের সাহায্যার্তে নিজের জীবনের প্রথম কেনা ইউকেলেলেটি বিক্রী করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ক ইমরান । তিনি নিলামে তুলতে ছেয়েছিলেন তার প্রিয় এই মিউজিক ইনস্ট্রুমেন্টটি । বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন পোর্টালে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয় । ইমরান তার ইউকেলেলেটি নিলামে তুলতে যোগাযোগ করেন চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্যা ডটস’র প্রতিষ্ঠাতা কর্পোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন এর সাথে । তার ফেসবুক ভিত্তির জনপ্রিয় শো কানেক্ট দ্যা ডটস এই ইনস্ট্রুমেন্টটি নিলামে তোলার আগ্রহের কথা জানান তরুণ এই শিল্পী ।
সব কিছু শুনে ইমরানকে রিমন বলেন, ইউকেলেলে তোমার কাছেই থাক । দেখি তোমার শুভ কাজে কতটা সহায়তা করতে পারি । এরই পরিপ্রেক্ষিতে ২ আগষ্ট রাতে তানভীর শাহরিয়ার রিমনের ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই লাইভে ইমরান সহ, অভিনেতা শামিম হাসান সরকার, মৌসুমী হামিদ, ফাহাদ লোকমান অংশগ্রহণ করেন।
লাইভ চলাকালে অনুষ্ঠান দেখে যুক্ত হন চট্টগ্রাম কর্ণফুলী ফাউন্ডেশনের দুজন সহ প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমান এবং রোটারিয়ান রাশেদুল আমিন । তারা তাদের ফাউন্ডেশন থেকে ২০০০ হাজার তৈরী পোশাক নগদ ৫০ হাজার টাকা দেবার প্রতিশ্রুতি দেন । কাজী আইটির চেয়ারম্যান মাইক কাজী ৪০ হাজার টাকা, কানেক্ট দ্যা ডটস এর সহ প্রতিষ্ঠাতা রোকসানা শাহরিয়ার ৫০ হাজার টাকা এবং কানাডা প্রবাসী ব্যবসায়ী ইফতি ১০০০ হাজার ডলার দেবার কথা জানান লাইভে এসে । অনুষ্ঠানের শেষ দিকে আমেরিকা ভিত্তিক বাংলাদেশীদের চ্যারিটি প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী চন্দ্রনাথ যোগ দেন ।
তিনি তাদের ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার ত্রাণ তহবিল নিয়ে যৌথভাবে ইমরান এবং কানেক্ট দ্যা ডটস এর সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন । পরে আরো একজন তৈরী পোশাক ব্যবসায়ী ২০০০ পিস তৈরী পোশাক দান করেন এই উদ্যেগে । চট্টগ্রাম ভিত্তিক ওষুধ প্রস্তুত কারক প্রতিষ্ঠান এলভিয়ন গ্রুপ জরুরী ওষুধ সরববাহে এগিয়ে আসে । সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার সমপরিমান সহযোগিতা নিয়ে আগামী সপ্তাহ থেকে কাজে নামছে ইমরানের মেড ইন বাংলাদেশ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন ।
বন্যা কবলিত ১৫ টি জেলায় তারা পৌছে দেবেন এই সহযোগিতা । ইমরান বলেন, কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নাই । আমার ধারনা ছিল ৪/৫ লাখ টাকা উঠবে । এত মানুষ যে এগিয়ে আসবেন সেটা আমার কল্পনাতেও ছিলনা । কানেক্ট দ্যা ডটসকে অশেষ কৃতজ্ঞতা আমার পাশে থাকার জন্য । আমার ইউকেলেলে আমাকে ফিরিয়ে দেয়ার জন্য ।