মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট
এয়ার এশিয়া চালু করতে যাচ্ছে সেবাদানকারী সফটওয়্যার ‘সুপার এপ’

মানবসভ্যতার শীর্ষে এসে পৌঁছে আমরা প্রতিটি ক্ষেত্রে নুন্যতম ঘাটতি পূরণের জন্যও সারাক্ষণ খুঁজে চলেছি নতুন কিছু। পৃথিবীর যেকোনো কোণ থেকে দৈনন্দিন চাহিদার সবকিছু মুঠোফোনে পেতে গুগল প্লে স্টোরে সার্চ দিতেই পেয়ে যাই হরেক রকম এপ্লিকেশন সফটওয়্যার।এমনই ‘একের ভিতর সব’ পরিকল্পনা নিয়ে বিশ্বের সফটওয়্যার বাজারের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের এপ্লিকেশন সফটওয়্যার বানাতে যাচ্ছেন এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতা টম ফার্নান্ডেজ।
বিবিসিকে প্রতিষ্ঠাতার কারণ হিসেবে জানান,” করোনার প্রাদুর্ভাবে বিগত পাঁচ মাসের লকডাউনে বলা চলে আকাশপথে যাতায়াত বন্ধই ছিল। এতে বিমান সংস্থা বিশাল ক্ষতি ও আর্থিক হুমকির শিকার হয়েছে। ৩০% কর্মীকে ছাটাই করে দেওয়া হয়েছে। এখন ধীরে ধীরে জনজীবন, অর্থনীতি সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও করোনা ভাইরাসের এই প্রকোপ কবে নাগাদ পুরোপুরি শেষ হয়ে আবার সব আগের মত হবে তা বলা যাচ্ছেনা।
তাই চাচ্ছি এমন কিছু করতে যা এই বছরের যাবতীয় ক্ষতির অনেকটাই পুষিয়ে সামনের দিনগুলোতেও আর্থিক পরিপূর্ণতা আনায়নে সাহায্য করবে।” ইন্দোনেশিয়ার যাতায়াত বিষয়ক এপ গ্র্যাব, তুরস্কের আবহাওয়া ও অন্যান্য বিষয়ক এপ গোজেক, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট এবং মাইতুয়ানকে প্রতিদ্বন্দ্বী ধরেই বাজারে নামবে অ্যাপটি।
এয়ার এশিয়া বিমান ক্ষেত্রের পাশাপাশি সবসময়ই অনলাইন বিষয়ক প্রোজেক্টে কাজ করে এসেছে। অনলাইনে বিক্রি শুরু করা প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে এয়ার এশিয়া। ‘আওয়ার এপ‘ এর মাধ্যমে বিমানযাত্রীরা সাফল্যের সাথে পছন্দের পণ্য অর্ডার ও পার্চেজ করে বুকিং করা নিজের সিটে ডেলিভার গ্রহণ করতে পারে। এছাড়াও টিউন গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা হিসাবে ট্রাভেল বিষয়ক অনলাইন সেবাপ্রদান চালু করার মাধ্যমে ডিজিটাল সেবা প্রতিষ্ঠাতার বৈশিষ্ট্য এয়ারএশিয়া কর্তৃপক্ষের চিরচরিত।
এর পাশাপাশি এখন এয়ার এশিয়া বস দক্ষিণ পূর্ব এশিয়া ঋণ ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসার একটি প্রকল্প প্রণয়ন করেছে বলে জানা গেছে। এয়ারএশিয়ার হাতে বর্তমানে দশ লাখ গ্রাহকের ডেটাবেজ রয়েছে যাকে ‘সুপার এপ’ নিয়ে দ্রুতই জনসাধারণের কাছে পৌঁছুনোর প্রথম ধাপ হিসাবে ভেবে রেখেছেন।
ইতোমধ্যে ঋণ ও সহায়তা অনুমোদন পেতে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ব্যাংকে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠাতা আরো যোগ করেন যে, গ্রাহকের কাছে চাহিদামাফিক পর্যাপ্ত সন্তোষজনক সেবার সাথে মানসম্মত কন্টেন্ট নিয়েও পৌঁছুতে চান তিনি।
আর তাই গত বছর ইউনিভার্সাল মিউজিকের সঙ্গে মিলে নিজেদের রেকর্ড লেবেল ‘রেডরেকর্ডস’ শুরু করেছে। পশ্চিমা শ্রোতাদের মধ্যে আবেদন সৃষ্টি করতে পারবে এমন এশিয়ান তারকাকে নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে থাই পপ সিঙ্গার এয়ার এশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে যার পুরো দক্ষিণ এশিয়া জুড়ে প্রচুর ভক্ত বিদ্যমান। ইন্সটাগ্রামে তার ফলোয়ার ১ মিলিয়নেরও অধিক। বর্তমানে এয়ার এশিয়াকে বলা হয় এশিয়ার সবচেয়ে বড় ক্যারিয়ার। আর করোনার দুর্দিনে এই ক্ষতিকে এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতা দেখছেন ‘সুপার এপ‘ নামক নতুন সম্ভাবনার পথিকৃত তথা আশীর্বাদ হিসাবে।
লিখেছেনঃ উম্মুল খয়ির ফাতিমা