পার্সোনাল লোন কি আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখবে?

 পার্সোনাল লোন কি আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখবে?

আজকাল মধ্যবিত্তদের মাঝে পার্সোনাল লোন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। অফিসে প্রায়ই শুনা যায় সহকর্মীরা কেউ কেউ ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে ব্যক্তিগত প্রয়োজন মিটিয়েছেন। শুধু আপনার পরিচিতজনের মাঝেই নয়, আরো অনেক মানুষই এখন তাদের জীবনের বাড়তি ব্যয় মেটাতে পার্সোনাল লোনের জন্য আবেদন করছে।

পারসোনাল লোনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হলো এর জন্য কোনও জামানত প্রয়োজন হয় না এবং আনুষ্ঠানিকতার জন্য সময় খুবই কম লাগে। তাই আপনার পছন্দের কোনও ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক সংস্থার কাছ থেকে আপনি সহজেই পার্সোনাল লোন নিতে পারবেন।

ব্যাংকের অনলাইন সেবা শুরু হবার পর থেকে এখন আপনার আবেদনের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই এই লোনের টাকা পেয়ে যেতে পারেন। আসুন আজ দেখে নেই পার্সোনাল লোন কি এবং পার্সোনাল লোনের জন্য কিভাবে আবেদন করতে হয়।

পার্সোনাল লোন কি ?

পার্সোনাল লোন হলো ব্যাংক না আর্থিক প্রতিষ্ঠানের দেয়া এক প্রকার অনিরাপদ ঋণ, এই ঋন পাওয়ার সম্ভাব্যতা ও পরিমান ব্যক্তির বিভিন্ন মানদন্ডের উপর নির্ভর করে থাকে। এই মানদন্ডের মাঝে রয়েছে পেশা, চাকরীর অবস্থান, মাসিক আয়, ঋণ পরিশোধের ক্ষমতা, পূর্বের নেয়া ঋণ পরিশোধ করার ইতিহাস, সংশ্লিষ্ট ব্যক্তির ক্রেডিট রেটিং ইত্যাদি। এটা ব্যক্তিগত ঋণ হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এবং এই ঋণ নিয়ে ঋণ গ্রহিতা তার যেকোন প্রয়োজন মেটাতে পারেন। তাই সাধারনের কাছে পার্সোনাল লোন দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

পার্সোনাল লোনের জন্য কিভাবে আবেদন করতে হয়?

আমরা অনেকেই মনে করি ব্যাংক থেকে ঋণ নেয়া অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার। অনেক কাগজপত্র, দলিল, জামানত দেখাতে হবে, তাই আমরা সহজে ব্যাংক ঋণের শরণাপন্ন হতে চাই না। কিন্তু বাস্তবে পার্সোনাল লোন নিতে খুব জটিল কোন ডকুমেন্টস লাগেনা, তাই পার্সোনাল লোন খুব সহজেই এবং কম সময়ে নেয়া যায়। পার্সোনাল লোন দেয়ার ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন ব্যাংক আলাদা আলাদা যোগ্যতা নির্ধারন করা আছে। কিছু কিছু যোগ্যতা মোটামুটি একই হয়ে থাকে। তাই আসুন দেখে নেই পার্সোনাল লোন নিতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন।  

ক্রমিকবিবরনশর্ত
বয়স২১-৬০ বছর
জাতীয়তা বাংলাদেশী
পেশাচাকরীজীবি অথবা ব্যবসায়ী (কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা)
নুন্যতম আয় গ্রাম ও শহরভেদে ২০,০০০ টাকা
সময়নূন্যতম ৬ মাস থেকে ৫ বছর
সর্বোচ্চ ঋণসীমা ৭০ লক্ষ টাকা
ক্রেডিট স্কোর৭৫০
্পার্সোনাল লোনের চার্ট

এবার দেখে নেই পার্সোনাল লোনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়  

  • ব্যক্তির স্বাক্ষর করা আবেদনপত্র।
  • ৩ টি পাসপোর্ট সাইজ ছবি।
  • সর্বশেষ ছয়মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  • নিজের পরিচয়পত্র এবং ঠিকানার প্রমানের ফটোকপি (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স)।
  • Employee আইডি কার্ডের ফটোকপি
  • বিদ্যুত বিল অথবা টেলিফোন বিলের ফটোকপি।
  • আয়কর প্রদানের তথ্য।
  • TIN সার্টিফিকেটের কপি
পার্সোনাল লোন পেতে কি কি বিষয় ভূমিকা পালন করে থাকে

অনেক সময়েই দেখা যায় যে, একসাথে পার্সোনাল লোনের আবেদন করেও দুইজন ব্যক্তি সমান অংকের লোন পান না। এটা নিয়ে আমরা নানা বিষয় ভেবে থাকি। তবে এর কারন অনেক কিছুর উপর নির্ভর করে। আসুন জেনে নেই কি কি বিষয়ের উপর পার্সোনাল লোনের অংক নির্ধারিত হয়।

  
১) স্থানঃ আপনি কোথায় থাকেন এটা অনেকটা গুরুত্বপূর্ন । কারন শহরে ও গ্রামের মানুষের জীবনযাত্রার ব্যয়ের অনেক পার্থক্য। পার্সোনাল লোন পেতে হলে গ্রামের মানুষের চাইতে শহরের মানুষের নূন্যতম আয় বেশী হতে হয়।

২) আয়ঃ আপনার মাসিক আয় এ ক্ষেত্রে অনেকটা গুরুত্ব বহন করে থাকে। আপনার মাসিক আয় ১৫ হাজার টাকা হলে আপনাকে যত টাকা ঋণ পাবার উপযোগী হবেন, আপনার মাসিক আয় ১ লক্ষ টাকা হলে আপনি তার কয়েকগুন ঋণ পাবার জন্য বিবেচিত হতে পারেন।

৩) বাড়ির অবস্থাঃ আপনার বসত বাড়ির অবস্থার উপরও পার্সোনাল লোন দেয়ার হার অনেকটা নির্ভর করে থাকে।

৪) কোন প্রতিষ্ঠানে কাজ করেনঃ আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন সেটা পার্সোনাল লোন নেয়ার ক্ষেত্রে গুরুত্ব বহন করে থাকে। আপনার প্রতিষ্ঠান যদি অনেক বড় এবং সুনামধারী হয়, তবে আপনার ঋণ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

৫) বর্তমান ঋণের পরিমানঃ আপনার যদি বর্তমান কোন ঋণ থাকে সেটা কি পরিমান অংকের সেটা পার্সোনাল লোন নেয়ার সময় বিবেচ্য বিষয় হয়ে থাকে।

৬) পূর্বের ঋণ পরিশোধের ইতিহাসঃ আপনার পূর্বে ঋণ নেয়া থাকলে সেই ঋণ পরিশোধ করার ইতিহাস ব্যাংক কর্মকর্তা খতিয়ে দেখবেন এবং আপনি পূর্বের ঋণ ভালোভাবে পরিশোধ করার রেকর্ড থাকলে আপনার পার্সোনাল লোন পেতে সুবিধা হবে।

আজ আমরা পার্সোনাল লোন কি, কিভাবে আবেদন করতে হয়, কি কি বিষয়ের উপর নির্ভর করে তা জানতে পারলাম। আগামীতে আমরা পার্সোনাল লোন নিয়ে আরো বিস্তারিত আলোচনা আপনাদের জন্য নিয়ে আসবো। এই বিষয়ে কোন প্রশ্ন, পরামর্শ, মন্তব্য থাকলে আমাদের মেইল অথবা আমাদের ফেসবুক পেজে জানান।রেড লাইভ পাঠকের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

লিখেছেনঃ মঞ্জুর মোর্শেদ রিংকু

RedLive

Related post