বিক্রয়কর্মীদের ‘ন্যাশনাল সেলস প্রফেশনাল কার্নিভ্যাল’ ২০২১ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি

 বিক্রয়কর্মীদের ‘ন্যাশনাল সেলস প্রফেশনাল কার্নিভ্যাল’ ২০২১ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি

রেড লাইভ ডেস্কঃ

বিক্রয়কর্মীদের জন্য নিবেদিত সংগঠন ‘সেলস অ্যাম্বাসেডর অব বাংলাদেশ’-এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল সেলস প্রফেশনাল কার্নিভ্যাল ২০২১’ ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কম্পিউটার সমিতির অডিটরিয়ামে এ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে দ্বিতীয় বারের মতো এ আয়োজনে উপস্থিত যারা থাকছেন,
সার্পনারের প্রতিষ্ঠাতা ও সিইও নজর ই জিলানী, ইএসপিএন এর চেয়ারম্যান মোহাম্মদ ফরিদুজ্জামান (সুমন),ইএসপিএন এর ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,ফরট্রেস হোল্ডিংস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর এবংসেলস অ্যাম্বাসেডর অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা আবু ইউসুফ,মোহাম্মদ বাসু রয় চৌধুরী,মোহাম্মদ রাকিবুল ইসলাম ,ই-ক্যাব এর পরিচালক সাঈদ রহমান, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর প্রধান পরিচালক রিবেল মনোয়ার, এইচ আর প্রফেশন শিবলী এইচ আহমেদ, প্রফেসর ডক্টর ইসমত আরা, সুরাইয়া সিদ্দিকা, সাজ্জাদ হোসাইন, মোনেরুল ইসলাম, এম এ হানিফ, আবদুল্লাহ আল মামুন চৌধুরী, রিজভী রনি, মোহাম্মদ সালাউদ্দীন, মোহাম্মদ জাবেদ হাসান, শেখ আমিনুর রাহমান, মেহেদী হাসান এবং বেনজির আবরার সহ আরো অনেকে।

আয়োজন সম্পর্কে সেলস অ্যাম্বাসেডর অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়েত হোসেন মামুন বলেন, বিক্রয়কর্মীদের জীবন উন্নয়নের লক্ষ্যেই এই সংগঠনের প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাঁদের জন্যই নিরলস পরিশ্রম করে যাবে এই প্রতিষ্ঠান। তার সঙ্গে সহমত পোষণ করে সহপ্রতিষ্ঠাতা আকবর হোসেন খান বলেন, সেলস অ্যাম্বাসেডর অব বাংলাদেশ প্রতিটি বিক্রয়কর্মীর অভিভাবক ও বন্ধু হিসেবে কাজ করে যাবে এবং তাদের বিক্রয় দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছি।

RedLive

Related post