মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট
ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুমের নতুন লাইভস্ট্রিমিং টুল অনজুম

অনলাইন ক্লাস কিংবা অনলাইন মিটিং এর নিত্যসঙ্গী জুমকে তো সবাই ই চেনেন।জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম এবার পা রেখেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের দুনিয়াতে।জুমের অনজুম নামের একটি টুলের মাধ্যমে যেকোনো লাইভ ইভেন্ট বা ক্লাসে সহজেই অংশ নেওয়া যাবে। এমনকি বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে টিকিটও কেনা যাবে। ১০০ জনের সঙ্গে একেকটি অনলাইন ইভেন্টে অংশ নিলে প্রতি মাসে ১৫ ডলার করে কাটবে জুম।প্রতিটি ইভেন্টে সর্বোচ্চ ১ হাজার মানুষ অংশ নিতে পারবেন। তবে টিকিট কেনার সুবিধাটি পেতে হলে অবশ্যই জুমের পেইড সাবস্ক্রাইবার হতে হবে।
কোভিড ১৯ এর কারণে সৃষ্ট লকডাউনের সময় অনলাইনে লাইভ ইভেন্টের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে।মূলত সেখান থেকেই লাইভ ইভেন্টের ধারণাটি এসেছে।তবে আপাতত পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্যই লাইভ ইভেন্ট দেখার সুবিধা চালু হয়েছে। এক্ষেত্রে লাইভ ইভেন্টে অংশ নিতে একজন গ্রাহকের সর্বোচ্চ ৫০ ডলার পর্যন্ত খরচ হবে।পাশাপাশি প্রমোশনাল অফারের আওতায় কিছু ইভেন্ট ফ্রিতেও দেখার সুবিধাও থাকবে।