মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট
ভ্রমণের স্থান নওগাঁ

নওগাঁ নামক এই ছোট্ট মফস্বল শহরটি রাজশাহী বিভাগ থেকে ৮৩ কিলোমিটার দূরে আনুমানিক ৪০-৫০ মিনিট দূরত্বে অবস্থিত। বর্তমানে আম বেচাকেনার দিক দিয়ে চাঁপাই নবাবগঞ্জ কে ছাড়িয়ে গেছে এই শহর। এই শহরের গ্রামগুলোতে আপনি খাঁটি আমের সন্ধান পাবেন।এছাড়া বেশ কিছু দর্শনীয় ও পর্যটক স্থান রয়েছে যা আজকাল পরিচিতি পেয়েছে।

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার : ইউনেস্কো কর্তৃক বাংলার বরেন্দ্র ঐতিহ্য নিয়ে বিশ্ব ঐতিহ্য সম্বলিত ঘোষিত একটি দর্শনীয় স্হান পাহাড়পুর। নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত এই দর্শনীয় স্হান। নওগাঁ জেলা হতে অটো বা রিকশায় বালুডাঙ্গা নামক স্হানে সর্বপ্রথম যেতে হবে। এরপর বাসযোগে সরাসরি ৩২ কিলোমিটার দূরে ৩০-৪০ টাকা ভাড়ায় সরাসরি যেতে পারবেন। তৎকালীন নানা ঐতিহাসিক মূলক জিনিসপত্র যেমন পোশাক, মূর্তি, কক্ষ, মূদ্রার সাথে পরিচিত হতে পারবেন।
পতিসর কাচারী বাড়ি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় জমিদারিত্বের জন্য এক জায়গা ছিলো পতিসর, যা আত্রাইে অবস্থিত। জানা যায় তার বিখ্যাত ছড়া, ” তালগাছ, তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে ” কবিতাটি এই জায়গায় লেখা এবং সেই তালগাছটি এখনও বেঁচে রয়েছে। তাছাড়াও তার ব্যবহৃত নানা জিনিসপত্রও সংরক্ষণে আছে। নওগাঁ শহর হতে প্রথমে আপনাকে সান্তাহার নামক এক জায়গায় ১৫ মিনিট দূরত্বে যেতে হবে। এরপর সেখান থেকে অটো, নিজস্ব যানবাহন অথবা রিকশায় ও যেতে পারবেন। মোট দূরত্ব ৪৮ কিলোমিটার।
হাসাইগাড়ি বিল ও দুবলহাটি রাজবাড়ী : নওগাঁ শহরে হতে অটো বা রিকশায় কিছু দূরেই পাবেন দুবলহাটি রাজবাড়ী। দুবলহাটির পথ ধরে এগুলোই ২০ কিলোমিটার এর মনোরম বিল পাবেন, হাসাইগাড়ি বিল। তবে বর্ষার সময় ছাড়া অন্য সময় বিল এর পরিবেশ জমে উঠে না। মাঝখানে রাস্তা এবং দুইপাশে বিল এর সৌন্দর্য উপভোগের বেস্ট উপায় সাইকেল অথবা মোটরসাইকেলে ভ্রমণ।
আলতাদীঘি জাতীয় উদ্যান : নওগাঁ জেলা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড হতে বাসে চড়ে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ধামইরহাট আসতে হবে। ধামইরহাট থেকে আলতাদীঘি যাওয়ার রিকশা ও ভ্যান পাবেন। যাওয়ার পথে গ্রামের সবুজ সুনীল দৃশ্যও উপভোগ্য।

ঘুঘু ডাঙ্গা গ্রাম/ তালগাছের রাস্তা : নওগাঁ শহর হতে প্রায় ৩২ কিলোমিটার দূরে নিয়ামতপুর উপজেলার হাজিনগর গ্রামের রাস্তা ধরে চলতে থাকলেই আপনি বহুদূর পর্যন্ত পেয়ে যাবেন মনোমুগ্ধকর তালগাছের সারি। ভ্যানগাড়ি ঘন্টা হিসেবে ১০০-২০০ টাকায় ভাড়া করে ঘুরতে পারবেন।
কুসুম্বা মসজিদ : নওগাঁ জেলায় মান্দা উপজেলায় এই মসজিদটি অবস্থিত। ১০ টাকার নোটে এই মসজিদটির ছবি আমরা দেখে থাকি। নওগাঁ জেলা হতে ৩৫ কিলোমিটার দূরে বাস অথবা ভাড়ায় চালিত গাড়িতে করে যেতে পারবেন।এরপর মান্দা উপজেলা হতে ৪ কিলোমিটার দূরে ভ্যান, রিকশা অথবা অটো যোগে পৌঁছে যাবেন। ভাড়া ৩০-৫০ টাকা।
এছাড়াও জানা, অজানা নানান জায়গা, গ্রামবাংলার সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
লেখকঃ সামিহা আতিকা