মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট
স্বদেশ প্রত্যাবর্তনে বঙ্গবন্ধু

১৯৭২ সালের ১০ জানুয়ারি, দিনটি ছিল বাঙালি জাতির বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করার দিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে ২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে। কিন্তু সে বিজয় পূর্ণতা লাভ করে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এর মধ্য দিয়ে।
৯ মাস দীর্ঘ কারাবাসের যন্ত্রণা, অনিশ্চয়তা, যেকোনো সময়ে ফাঁসিকাষ্ঠে ঝোলার পরিস্থিতি অতিক্রম করে বিশ্ব জনমতের চাপে ৮ জানুয়ারি মুক্তিলাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনই বঙ্গবন্ধুকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়। ৯ জানুয়ারি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এর সাথে সাক্ষাত হয়।লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রাবিরতি করেন।বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি ভি.ভি. গিরি ও প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান।
২৯০ দিন পর পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে স্বাধীন স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বাঙালির ইতিহাসের বরপুত্র শেখ মুজিবুর রহমান।
স্বদেশ প্রত্যাবর্তনে করে নিজের পিতা-মাতা, স্ত্রী-পুত্র-কন্যাদের কাছে না গিয়ে সরাসরি জনগণের কাছে ফিরে এসেছিলেন। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ বাতাস।
জাতির জনক বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছালে তাকে অবিস্মরণীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে গিয়ে লক্ষ জনতার সমাবেশ থেকে অশ্রুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
লাখো মানুষের সামনে তিনি সেদিন বলেছিলেন, “আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে।”
১০জানুয়ারি বাঙালির ইতিহাসের পাতায় এক অনন্য দিন;আনন্দাশ্রুতে সিক্ত হওয়ার দিন ।বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ তরুণ প্রজন্মের পথ চলার পাথেয় হোক।
১০ জানুয়ারি এলেই প্রতিটা বাঙালির হৃদয়ে বেজে ওঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই সুর…
“বঙ্গবন্ধু,
ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন
বাংলায়,
তুমি আজ ঘরে ঘরে এত খুশি তাই
কি ভালো তোমাকে বাসি আমরা
বল কি কোরে বোঝাই।”
লিখেছেনঃ রওশন আরা অমি