স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “চেতনায় চিরন্তন স্বাধীনতা” বইপল্লব ফাউন্ডেশনের নানান আয়োজন

 স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “চেতনায় চিরন্তন স্বাধীনতা” বইপল্লব ফাউন্ডেশনের নানান আয়োজন

রেড লাইভ ডেস্ক:বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সুবর্ণজয়ন্তীতে, বিশেষ স্বাধীনতা দিবসকে উদযাপন এবং স্মরণীয় করে রাখতে বইপল্লব ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয়েছে “চেতনায় চিরন্তন স্বাধীনতা”

অনলাইন প্রতিযোগিতামূলক এই ইভেন্টেটি রয়েছে মোট ৫টি সেগমেন্টঃ

১। বুক ফটোগ্রাফি

২।স্বাধীনতাভিত্তিক চিত্রাঙ্কন

৩। কবিতা আবৃত্তি

৪। ৭ই মার্চ ভিত্তিক কুইজ

৫। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কুইজ

রেজিস্ট্রেশনঃ

প্রতিটি সেগমেন্টের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ০ টাকা। অর্থাৎ সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনে যেকোনো সেগমেন্টে অংশগ্রহণ করা যাবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

কুইজ সেগমেন্টগুলো ব্যতীত অন্য যেকোনো সেগমেন্টে একজন প্রতিযোগী চাইলে একাধিকবার অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে প্রতিবারই আলাদা আলাদা ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই প্রতিযোগীকে নির্দিষ্ট সেগমেন্টের সাবমিশন সম্পন্ন করতে হবে (কুইজ সেগমেন্টগুলো ব্যতীত)। উল্লেখ্য একজন প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য তাঁর চিত্র (চিত্রাঙ্কন-এর জন্যে), ছবি(বুক ফটোগ্রাফি এর জন্যে), ধারণকৃত ভিডিও(কবিতা আবৃত্তি-এর জন্যে) বইপল্লব ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সাবমিট করতে হবে।

কারা অংশগ্রহণ করতে পারবে?

সারা দেশের যেকোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা কিংবা সমমানের যেকোনো শিক্ষার্থী এই সেগমেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।

পুরষ্কারঃ প্রতিটি সেগমেন্ট থেকে সেরা ৫ জন বিজয়ীর জন্য থাকছে সার্টিফিকেট, শুভেচ্ছা বই উপহার, মার্চেন্ডাইজ, ভাউচারসহ সর্বমোট ২০ হাজার+ টাকা সমমূল্যের আকর্ষণীয় সব পুরস্কার! তাছাড়াও অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে ভার্চুয়াল সার্টিফিকেট এবং ভাউচার।

পার্টনারঃ আকর্ষণীয় এই ইভেন্টের পাওয়ার স্পন্সর উৎসব প্রকাশন, গোল্ড স্পন্সর নিজের দোকান এবং সিলভার স্পন্সর হিসেবে আছে পুস্তিকা। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে আছে রেড লাইভ। সাথে আর্ট পার্টনার রঙ্গ নিশান, রেডিও পার্টনার রেডিও ধ্রুব ২৪/৭সহ আরও অনেকে। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতেঃ https://fb.me/e/1EWiAoSi9

RedLive

Related post