South Chittagong E-commerce Forum(SCEF) এর শুভ যাত্রা

 South Chittagong E-commerce Forum(SCEF) এর শুভ যাত্রা

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন ই-কমার্স উদ্যোক্তা সৃষ্টি ও তাদের দক্ষতা উন্নয়ন করে একটি উদ্যোক্তা বান্ধব সুন্দর প্লাটফর্ম করার লক্ষ্য অনলাইন ভিত্তিক South Chittagong E-commerce Forum (SCEF) গঠন করা হয়েছে।

SCEF এর এডমিন নুরুল হাসান মানিক জানান প্রাথমিক ভাবে Rs kitchen এর স্বত্বাধিকারী মোহাম্মদ রুবেল,অন্বেষার স্বত্বাধিকারী নুপুর বড়ুয়া,সেল মার্টের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম,পটিয়া বাই এন্ড সেল বাজারের প্রতিষ্টাতা আবদুন নুর, আরিফা কালেকশনের স্বত্বাধিকারী উর্মি চৌধুরী এই ৫ জন উদ্যেক্তাদের নিয়ে SCEF যাত্রা শুরু হয়।ওনারা বর্তমানে মডারেটর হিসেবে দায়িত্বে আছেন,মাত্র চার দিনের ব্যবধানে ৫০০+ সদস্য যুক্ত হয় যার মধ্যে ২৫০+ উদ্যোক্তা রয়েছেন।প্রতিদিন যুক্ত হচ্ছেন নতুন সদস্য।

এডমিন নুরুল হাসান মানিক আরো জানান,বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করতে উদ্যোক্তাদের ভুমিকা অপরিসীম। উদ্যোক্তারা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির চালিকা শক্তি। উন্নত দেশের সফলতার পিছনে রয়েছেন সৃষ্টিশীল উদ্যোক্তারা, উদ্যোক্তরা দেশের প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করেন। মূলধন ও দক্ষতাকে গতিময়তা দান করেন। জনশক্তির যথোপযুক্ত ব্যবহার সম্ভব করে তুলেন,কর্মসংস্থানের ব্যবস্থা করে জাতীয় উৎপাদন বৃদ্ধি করেন। উন্নত পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন।

SCEF উদ্যেক্তাদের জন্য সেমিনার, প্রশিক্ষণ, মেলা ইত্যাদি আয়োজন করবে যাতে উদ্যেক্তারা হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা গ্রহন করতে পারে। SCEF পরিবারের জন্য সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

RedLive

Related post