ওয়েস্টার্ন এর সাথে দেশীয় শাল

 ওয়েস্টার্ন এর সাথে দেশীয় শাল

Farhana’s Dream এর নকশী শাল

শুষ্ক বাতাস, শিশির ভেজা ঘাস। কুয়াশায় ঘেরা সূর্যের মৃদু আলোতে ফুটে উঠে শীতের সকাল।অন্যান্য ঋতু এর মতো শীতকাল না,শীতকাল যেমন আমাদের ত্বক এর নানাবিধ সমস্যা করে তেমনি, পছন্দসই পোশাক পরিধান করতেও অনেক সমস্যা হয়।

ছবিঃ Farhana’s Dream; Source: https://www.facebook.com/Farhanasdream/

শীতের দিনগুলিতে বয়সভেদে নানা ধরনের পোশাক ভাগ করে নিয়েছি।সবাই ভারী পোশাক পড়লেও পোশাক সংরক্ষণ এ রয়েছে ভিন্নতা।যেমনঃ বয়স্করা সোয়েটার এর সাথে শাল পড়ে,বাচ্চারা সোয়েটার,মাফলার পড়ে থাকে।

Farhana’s Dream এর নকশী শাল

আমরা প্রতিটি বয়স এ ভিন্নভাবে ভিন্নরকম ফ্যাশন বহন করি।মেয়েদের শাড়ী থেকে শুরু করে বর্তমান এ ওয়েস্টার্ন পোশাক পর্যন্ত বিবর্তনের ধারা চলমান।পার্টি, জমকালো কোন অনুষ্ঠান কিংবা নিজ বাড়িতেও এ বিবর্তন লক্ষ্যনীয়।ফ্যাশনের ধারা প্রতিনিয়ত পরিবর্তনশীল।তাই নিত্যদিনে পরিবর্তন হচ্ছে ফ্যাশন।যেমনঃ আমরা শাল বলতে শাড়ী, বা পাঞ্জাবী এর সাথে কোনো পার্টি বা অনুষ্ঠানে যাবার জন্য বহন করতাম।কিন্তু সময় এর সাথে ফ্যাশন এর পরিবর্তন এসেছে।

ফ্যাশনের আধুনিকতার জন্যই ওয়েস্টার্ন পোশাক এর জায়গা এখন সর্বত্র। বর্তমান ট্রেন্ডে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক আছে সবার পছন্দের তালিকায়। যারা ফ্যাশন-সচেতন, তাদের কাছে দেশীয় পোশাক যেমন পছন্দের একইসঙ্গে তারা পছন্দ করেন ওয়েস্টার্ন পোশাক।কিন্তু অনেকেই জানেন না সেই ওয়েস্টার্ন পোশাক এর সাথে দেশীয় মানুষ এর সুই সুতার বুনন এর নকশী শাল কতটা মানানসই। তরুণ-তরুণীদের ওয়েস্টার্ন ড্রেস এর সাথে নকশী সালের কম্বিনেশন টা অসাধারণ।

Farhana’s Dream এর নকশী শাল

শুধু নকশী শাল নয়, খেশ শাল, খাদী শাল সহ আরো ৩০ রকমেরও বেশি দেশী শাল। যেগুলো এর মাঝে আমরা রংধনু এর সাত রঙ ছাড়াও প্রকৃতি এর সব রঙ ও নিপুন হাতের কাজের শাল পেয়ে থাকবো। তাই বর্তমান এ আমরা শাল কে শুধুমাত্র শাড়ী বা পাঞ্জাবি এর সাথেই নয় ওয়েস্টার্ন ড্রেস এর সাথে খুব সহজেই বহন করতে পারি। নিজের দেশীয় জিনিস এ নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি।

লিখেছেনঃ রিয়ানূর ইসলাম

প্রোডাক্ট পেতে যোগাযোগ করুনঃ https://www.facebook.com/Farhanasdream/

RedLive

Related post