টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং:কী এবং কেন?

 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং:কী এবং কেন?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটা কথা হরহামেশাই শুনতে হয়,গার্মেন্টস এ তো স্বল্প শিক্ষিতরাও চাকরি করতে পারে,এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার দরকারটাই বা কি?কোনো ভবিষ্যৎ আছে নাকি!! সত্যিই কি তাই!!

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি?

সাধারণ ভাবে মনে করা হয়,টেক্সটাইল ইঞ্জিনিয়ার রা মূলত কাপড় তৈরির সঙ্গে জড়িত।তবে কাপড় তৈরির সাথে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই।তাত্ত্বিকভাবে বলতে গেলে,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হল একটি বড় রিসার্চের ক্ষেত্র।ফাইবার থেকে ইয়ার্ণ,ইয়ার্ণ থেকে ফেব্রিক,তার উপর ডাইং,প্রিন্টিং,এই সকল ক্ষেত্রে দক্ষতা ও পারদর্শীতা অর্জনই হল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

কোথায় পড়া যায়?

বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় আছে,”বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল”-যা বুটেক্স নামে পরিচিত।বুটেক্সের অধিভুক্ত মোট ছয়টি কলেজ রয়েছে।বুটেক্সে সর্বোমোট ১০টি বিষয় থাকলেও,অধিভুক্ত কলেজে রয়েছে চারটি বিষয়-ইয়ার্ন,ফেব্রিক,ওয়েট এবং এপারেল।এছাড়াও বেসরকারি পর্যায়ে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনস্টিটিউট, সাভার; আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া যায়।

কেন প্রয়োজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং?

এই বিষয়ে খুব সহজ একটা উদাহরণ দেয়া যাক।টেক্সটাইল এ খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ হল ‘কাউন্ট’।বলতে গেলে টেক্সটাইল এর বেসিক জ্ঞান এর মধ্যে অন্যতম হল কাউন্ট।এই শব্দটি মূলত সুতার সুক্ষ্মতা বা স্থুলতাকে বুঝায়।কাউন্ট যত বেশি হবে,সুতা তত বেশি চিকন হবে।ফেব্রিকও ততটাই ভালো হবে।এক্ষেত্রে কাউন্টের হিসেবে ভুল হলে,তা ফেব্রিকের ওপর বড় প্রভাব ফেলে। অনেকসময় ক্রেতা কোম্পানী কাপড়ের কাউন্ট উল্লেখ করে দেয়।এক্ষেত্রে কাউন্টের হিসেব সামান্য ব্যতিক্রম হলেও চুক্তি বাতিলের সম্ভাবনা থাকে।এর থেকে কোম্পানী আর্থিক ক্ষতিতে পড়তে পারে,যা সাধারণ শ্রমিকদের জন্য দুঃসংবাদ হয়ে আসে।এই সকল বিষয় নির্ভর করে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর উপর।একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারই পারে এইসকল সুক্ষ্ম অথচ প্রভাবিত সমস্যা সমাধান করতে।

বিদেশে উচ্চশিক্ষার সুযোগঃ

ইউএসএ,ইউকে,জার্মানী,নেদারল্যান্ডস সহ অনেক জায়গায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।তবে, এক্ষেত্রে জার্মানী অনেক শিক্ষার্থীদেরই প্রথম পছন্দে থাকে।সম্প্রতি প্রথমবারের মতো অধিভুক্ত চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র মাহিন আহমেদ নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।এর থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিস্তৃত সুযোগ সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়া যায়।

কোথায় কাজ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার?

আপাতত দৃষ্টিতে মনে হবে,টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র শুধুমাত্র গার্মেন্টসে।এটা সত্যি যে, গার্মেন্টস সেক্টরে একটি বড় সংখ্যক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়।তবে,তাদের কাজের ক্ষেত্র শুধুমাত্র এটাই নয়।টেক্সটাইল মিলের পাশাপাশি বুটিক হাউজ,ফ্যাশন হাউজ,বায়িং হাউজ,মার্চেন্ডাইজিং,শিক্ষকতাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ করার সুযোগ থাকে।এছাড়া অনেকে গবেষণার কাজেও জড়ায়।

লিখেছেনঃ অনন্যা চক্রবর্তী

RedLive

Related post