নতুন ফ্রিল্যান্সার কথন

 নতুন ফ্রিল্যান্সার কথন

ফ্রিল্যান্সিং শব্দটা শুনার সাথে সাথেই নিশ্চয় মনে হয় দারুন একটি বিষয় শুধু কাড়ি কাড়ি টাকা ইনকাম করা যাবে খুব সহজে।ফ্রিল্যান্সিং সহজ হবে যখন আপনি দক্ষ হবেন কাজে।কারন কাজ না পারলে আসলে ফ্রিল্যান্সিং অনেক কঠিন হয়ে দাড়ায়।আজ আমরা জানবো একজন নতুন ফ্রিল্যান্সারের কি কি সম্পর্কে জানা উচিত এবং কিভাবে দক্ষ হবে ও কাজ পাবে।তাহলে চলুন বিস্তারিত জেনে নেই।

ফ্রিল্যান্সিং কি?

নতুন ফ্রিল্যান্সার হওয়ার আগে জেনে নেওয়া উচিত ফ্রিল্যান্সিং বিষয়টি আসলে কি! কারন আপনি যদি না জেনেই ফ্রিল্যান্সিং করতে চান,তাহলে কখনোই বুঝবেন না কিভাবে ফ্রিল্যান্সিং এর কাজ হয়।ফ্রিল্যান্সিং বলতে মুক্তপেশা,এই মুক্তপেশা শব্দটি হয়ত প্রায় সময় নিউজ পেপার বা ওয়েবসাইট গুলোতে পড়েছেন।তবে আমরা মুক্তপেশা না বলে বলতে পারি এমন একটি কাজ যা নিজের ইচ্ছা অনুযায়ী নিজের সুবিধা এবং সময় অনুযায়ী করা যায়।

ফ্রিল্যান্সিং এর শুরু কিন্তু অনেক আগে আজ থেকে ১৯৯৮ সালে ফ্রিল্যান্সিং এর শুরু।তখন এতটা জনপ্রিয় ছিলো না।তবে ধীরে ধীরে যখন মানুষ বুঝতে পারলো,এ পেশায় নিজের স্বাধীনতা আছে।তখন থেকে ফ্রিল্যান্সিং জনপ্রিয় হয়ে উঠে।আপনি ফ্রিল্যান্সিং আপনার সময় অনুযায়ী কাজ করতে পারবেন এবং আপনাকে কোন ব্যক্তি জোর করে কাজ চাপিয়ে দিবে না।আপনি যে কাজ পারেন শুধুমাত্র সে কাজটিই আপনি করবেন।

আপনি যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন

প্রথম কোন কাজের ক্ষেত্রে অবশ্যই কাজ সম্পর্কে সাধারন ধারনা থাকা জরুরি এবং এরপর আসে দক্ষতা প্রসঙ্গ।যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারনা না রাখেন তাহলে কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ থাকবে না।তেমনি আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন অবশ্যই আপনার পছন্দের কাজটি সম্পর্কে জেনে নিবেন।আপনার যদি ছবি এডিটিং করতে ভালো লাগে তাহলে সে সম্পর্কে জেনে নিন অথবা লিখতে ভালো লাগলে লেখা লিখির বিস্তারিত জেনে নিন।বর্তমানে ইউটিউব এবং গুগলে ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন তথ্য বিস্তারিত পাওয়া যায়।প্রথম পর্যায়ে গুগল এবং ইউটিউবকে গুরু বানান।

কি ধরনের কাজ আপনি করতে পারেন

আপনি নিজের পছন্দকে আগে প্রাধান্য দিন।আপনার নিজের পছন্দের কোন সাইড যদি থাকে তাহলে সে কাজগুলোকে আরও বিস্তারিত জানুন।কারন যখন আপনি একটি কাজকে বিস্তারিত জানবেন তখনই আপনি দক্ষ হবেন।আপনি ওয়েব ডেভেলপমেন্ট,ওয়েব ডিজাইন,গ্রাফিক্স ডিজাইন,আর্টিকেল রাইটিং এর কাজগুলো করতে পারেন।এছাড়া প্রেজেন্টেশন যদি ভালো তৈরি করতে পারেন তাহলে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন।ডাটা এন্ট্রি,প্রোগ্রামিং,মার্কেটিং,টাইপিং,ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারবেন।তবে প্রথম শর্ত হল কাজ শিখে আপনাকে কাজ করতে হবে।কারন আপনি যদি কাজ ভালো না পারেন তাহলে বায়ার বা ক্লায়েন্ট আপনাকে পরের বার কাজ দিবে না।

কাজ খুঁজবো কিভাবে?

আপনি যদি একবার কাজ ভালো ভাবে শিখে যান তাহলে আপনি কাজ অবশ্যই পাবেন।তবে নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে।আপনি Freelancer এ বা Upwork,Fiverr এ নিজের একটি প্রোফাইল তৈরি করে নিন এবং আপনি যে কাজে দক্ষ সে কাজে বিড করুন।ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক হল বিশ্বের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম এবং Guru.com,Fiverr আছে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে।এছাড়া আপনি বাংলাদেশি সাইটে কাজ করতে চাইলে সে সুযোগও আছে।বাংলাদেশে বিল্যান্সার,কাজ কি,কাজ দরকার,দি টু আওয়ার জবস (শুধুমাত্র মেয়েদের জন্য) প্ল্যাটফর্ম আছে।যার মাধ্যমে আপনি আপনার পছন্দের কাজটি খুঁজে নিয়ে বিড করতে পারবেন।

কিছু প্রয়োজনীয় কথা

নতুন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দক্ষ করুন।কারন আপনি যতক্ষন না নিজেকে দক্ষ হিসেবে প্রস্তুত করবেন ততক্ষন পর্যন্ত আপনার কাজ পাওয়ার আশা অনেকটাই কম।পরিচিত বড় ভাই থাকলে প্রথমের দিকে ফ্রি কাজ করে নিজের দক্ষতার প্রমান দিন,এতে লাভ আপনারই হবে।যে কাজই করুন না কেন ধৈর্য্যের সাথে করুন এবং কঠোর পরিশ্রম করুন।

নতুন ফ্রিল্যান্সার হওয়ার পথে আপনাকে স্বাগতম।

RedLive

Related post