ফ্রিল্যান্সিং এ মেনে চলুন কিছু টিপস

 ফ্রিল্যান্সিং এ মেনে চলুন কিছু টিপস

ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে,সাথে যোগ হচ্ছে নিত্যনতুন সব ফ্রিল্যান্সিং ক্ষেত্র।আর এই বিশ্বব্যাপী করোনাকালীন সময়ে অনেকেই চাকরি হারিয়ে দিশেহারা।কি করবেন বুঝতে পারছেন না।তাদের নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে চান তবে কিভাবে কি করবেন তারও হদিস পাচ্ছেন না।তাহলে তাদের জন্য ফ্রিল্যান্সিং সবচেয়ে উপযোগী মাধ্যম।আবার অনেকেই আছেন চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে এক্সট্রা আয় করছেন।তবে ফ্রিল্যান্সিং করতে চাই দক্ষতা।কারণ আপনি যত দক্ষ হবেন আপনার কাজের পরিধি তত বাড়বে।ফ্রিল্যান্সিং করতে কিছু বিষয় মাথায় রেখে কাজ করলে আপনি যেমন দক্ষ হবেন তেমনি ক্লায়েন্ট আপনার কাজের প্রশংসা করবে সাথে আপনার পরিচিতিও বাড়বে।তাহলে উপায় কি?উপায় অবশ্যই আছে।তাহলে চলুন জেনে নেই ফ্রিল্যান্সিং করতে কোন বিষয় গুলো মনে রাখা উচিত।

যোগ্যতা অর্জন

আপনি আর্টে খুব ভালো বা ছবি তুলতে পারেন খুব ভালো।আপনার বন্ধুরা আপনার ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়।তাহলে আপনার উচিত সে বিষয়ে আরো যোগ্যতা অর্জন করা।আপনার ইন্টারেস্টের বিষয়টিতে আপনি কোর্স করতে পারেন।এতে আপনার অনেক অজানা বিষয় জানা হবে।বর্তমানে অনলাইনে অনেক ফ্রি কোর্সের অফার দিচ্ছে যাতে ইন্টারন্যাশনাল সব ব্যক্তিরা এই কোর্স গুলো খুব দক্ষার সাথে করাচ্ছে।ফ্রিল্যান্সিং এ প্রোফেশনালি কাজ করতে হয়।কারন একজন ক্লায়েন্ট আপনার কাজের মধ্যে দক্ষতা এবং আপনি কতটা প্রোফেশনাল তা খুঁজবে।আপনি কোর্সের পাশাপাশি নিজে নিজে সে কাজটি করুন এতে আপনার শিখা কাজটি আরো নিখুঁত হবে।তাই যে কাজই শিখুন না কেন যোগ্যতা অর্জন করুন।

যোগাযোগ নেটওয়ার্ক বৃদ্ধি করুন

ফ্রিল্যান্সিং অনেকটা ব্যবসার সাথে তুলনা করা হয়।কারন আপনি যদি যোগাযোগে দ্রুত এবং প্রানবন্ত না হোন তাহলে আপনার ব্যবসাতে যেমন লাল বাতি জ্বলতে পারে তেমনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে লাল বাতি জ্বলতে পারে।তাই আপনাকে যোগাযোগে পারদর্শি হতে হবে।পরিচিত জনদের সাথে যোগাযোগ রাখুন নিয়মিত এবং ফ্রিল্যান্সার যারা তাদের সাথে যোগাযোগ নেটওয়ার্ক বৃদ্ধি করুন।

বিড করুন বুঝে

নতুন ফ্রিল্যান্সারদের মধ্যে অনেকেই আছে যারা না বুঝেই বিভিন্ন কাজে বিড করে।এই অযাচিত বিড করা যাবে না।আপনি যে কাজে দক্ষ শুধু মাত্র সে কাজের ক্ষেত্রে বিড করুন।কারন আপনি যখন একটি কাজে বিড করলেন যে কাজটি আপনি আসলে পারেন না, ক্লায়েন্ট এতে বিরক্ত হয়ে আপনার দক্ষতা অনুযায়ী কাজের ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে সুযোগ দিবে না।তাই যখন বিড করবেন নিজের দক্ষতা অনুযায়ী বিড করা বুদ্ধিমানের কাজ।

ইংরেজিকে বন্ধু বানান

ফ্রিল্যান্সিং করতে হলে ইংরেজি জানা খুব প্রয়োজন।কারন আপনার ক্লায়েন্ট বেশির ভাগ ইংরেজিতে আপনার সাথে কথা বলবেন।সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ ইংরেজিতে করতে হবে।আপনার ইংরেজি দক্ষতা দুর্বল থাকলে তা কাটিয়ে উঠার চেষ্টা করুন।কারন আপনি যদি ক্লায়েন্ট কি বলছে তা বুঝতে না পারেন তাহলে কাজটি আপনি সঠিক ভাবে করতে পারবেন না।

নিজেকে আপডেট রাখুন

ফ্রিল্যান্সিং এর প্রতিদিন নতুন নতুন সকল বিষয়ের উম্মোচন হচ্ছে।তাই নিজের দক্ষতা অনুযায়ী নতুন সকল বিষয় গুলো সম্পর্কে জানুন এবং আপডেট রাখুন নিজেকে।কারন আপনি যদি আপডেট না রাখেন নিজেকে তাহলে কাজের দক্ষতার ক্ষেত্রে একটা অভাব বিদ্যামান থাকে।

পরিশেষে বলা যায় আপনি ফ্রিল্যান্সিং করতে হলে এই বিষয়গুলোকে যদি গুরুত্ব দিয়ে থাকেন তবে আপনি সফল হবেন।বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর ডেল কার্নেগী বলেছিলেন “যার মাঝে সীমাহীন উ‌ৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি”।

তাই চেষ্টা করুন নিজেকে নতুন ভাবে সাজাতে ফ্রিল্যান্সিং এর নতুন পৃথিবীতে।

RedLive

Related post