মডেল হিসেবে নিজেকে দেখতে চায় – উদ্যোক্তা সাবরিনা

 মডেল হিসেবে নিজেকে দেখতে চায় – উদ্যোক্তা সাবরিনা

আমরা যারা ব্যক্তি স্বাধীনতাকে পছন্দ করি প্রত্যেকেই চাই নিজ উদ্যোগে কিছু করতে, স্বপ্ন দেখি নিজেকে প্রতিষ্ঠিত করতে। উদ্যোক্তা হয়ে উঠতে চাওয়া তেমনি এক স্বপ্ন। একজন উদ্যোক্তা ব্যবসায়িক জীবনে হয় অপ্রতিরোধ্য। সবচেয়ে কঠিন এবং গুরত্বপূর্ণ সময়ে কঠোর মনোবল, উদ্যম, প্রাণশক্তি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে শত বাঁধা পেরিয়ে যান এবং একজন আত্মনির্ভরশীল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন। এর উৎকৃষ্ট উদাহরণ হলেন উদ্যোক্তা সাবরিনা। তার উদ্যোগের নাম Sabrina Nimmi । পাশাপাশি তিনি নিজেকে একজন মডেল হিসেবে গড়ে তুলতে চান।

সাক্ষাৎকারটি নিয়েছেন মিরপুরের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস।

°প্রথমে আপনার পরিচয় জানতে চাই।

-আমি সাবরিনা। আমার জন্ম ঢাকাতে। ছোটবেলা থেকেই আমার বেড়ে উঠা, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সবকিছুই ঢাকাতে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। 


°আপনি কিভাবে উদ্যোক্তা হলেন?

– প্রত্যেক মানুষের নির্দিষ্ট একটি বিষয়ের উপর আগ্রহ থাকে। ফ্যাশন এর উপর আমার একটা ঝোঁক রয়েছে। আমি নিজেও একজন মডেল। আমাকে একজন উদ্যোক্তা হতে উৎসাহিত করার মূল প্রেরণাদাতা ফ্যাশন।

 °আপনি কি কি প্রোডাক্ট নিয়ে বর্তমানে কাজ করছেন?

-মূলত আমি একজন মডেল। তার পাশাপাশি আমি গয়না,সালোয়ার কামিজ ও ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করছি।

°উদ্যোক্তা হতে গিয়ে কি কোন বাধার সম্মুখীন হয়েছেন এবং সবচেয়ে কার সাপোর্ট পেয়েছেন বেশি?

-আমি যেহেতু একজন মডেল হিসেবে নিজেকে দেখতে চাই, সে জায়গা থেকে আমার পরিবারের সাপোর্ট আমার সবচেয়ে বেশি প্রয়োজন এবং আমি পেয়েছিও তাই।

°আপনার ভবিষ্যত পরিকল্পনা কেমন? 

-যেহেতু আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ফ্যাশন, তাই একজন মডেল হিসেবে নিজের পরিচিতি পেতে চাই।

Brinty Saha

Related post