WEDG এর উদ্যোগে আয়োজিত বিশেষ পুরস্কার ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

 WEDG এর উদ্যোগে আয়োজিত বিশেষ পুরস্কার ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

রেড লাইভ ডেস্ক: নতুন নতুন উদ্যোগ গ্রহণ এবং নারী উদ্যোগতার প্রসার বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং প্রসারে কাজ করে যাচ্ছে WOMEN ENTREPRENEUR DEVELOPMENT GROUP (WEDG) অর্থাৎ  নারী উদ্যোক্তা উন্নয়ন গ্রুপ।

 গত ৮ই অক্টোবর,২০২১ (শুক্রবার) WEDG এর উদ্যোগে আয়োজিত হয় বিশেষ পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ও উদ্যোক্তা মেলা। ৪৫ জন নারী উদ্যোক্তার স্টল নিয়ে সাজানো হয় এই মেলা। এই মেলায় অংশগ্রহণ করা উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য ছিলো  অভিজ্ঞতা অর্জন এবং ব্র‍্যান্ডিং। স্টলের দায়িত্ব পালনের পাশাপাশি মেলার আনন্দ উৎসবে নিজেদের সাজিয়ে নিয়েছেন উদ্যোক্তারা। একদিনের এই মেলায় প্রায় ৫লাখ ৮৫ হাজার টাকা আয় হয় উদ্যোক্তাতের। এই মেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন “জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ”-এর সম্মানিত চেয়ারম্যান  নাসিমা বেগম এনডিসি।  

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহিলা বিষয়ক কর্মকর্তা খালিদা আকতার জাহান,সুপ্রিম কোর্ট এর আইনজীবী  এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, সালমা আক্তার লিসা, কাস্টম বন্ড কমিশনারেট এর কাস্টম সুপার শরিফুল ইসলাম শফিক,রোটারি ক্লাব এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান তোফাজ্জল হোসেন হিমু, রোটারিয়ান রাকিব খান, রোটারিয়ান শফিকুল ইসলাম, WEDG এর উপদেষ্টা হোসনে সাহানা পাপিয়া,ডকুমেন্টারি এন্ড প্রোগ্রাম মেকার সৈয়দ সাজ্জাদ হোসেন নিশি, সাউথ ইস্ট ব্যাংকের ব্যাংক কর্মকর্তা ফারজানা পারভীন রিমি। এই মেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেড লাইভের চিফ অপারেটিং অফিসার রিয়ানুর ইসলাম।

গত শুক্রবার এই আয়োজনটি অনুষ্ঠিত হয় পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত মেলবোর্ন কুইজিন এন্ড চাইনিজ রেস্টুরেন্টে। এই বিশেষ আয়োজনটির এডমিন ছিলেন WEDG এর পরিচালক এবং প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস কেবল WEDG এর পরিচালক কিংবা প্রতিষ্ঠাতাই নন তিনি একজন সফল উদ্যোক্তা। তার “সুতাকথন” নামে একটি বিশেষ উদ্যোগ রয়েছে। পাশাপাশি তিনি একজন  শিক্ষক। একজন নারী যে ঘরে ও বাইরে সমানভাবে পারদর্শী হতে পারে,তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জান্নাতুল ফেরদৌসি। ঘরের সকল কাজ সামলে তিনি সমানভাবে সময় দিচ্ছেন WEDG এবং” সুতাকথন “এ। আলহামদুলিল্লাহ! এগিয়ে যাচ্ছেন তার স্বপ্নের পথে। এই মেলাটি ছিল ক্রেতা বিক্রেতা এর একটি মিলনমেলা।

Brinty Saha

Related post